1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু, আসন বাড়ছে ২৫৩ টি

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি প্রার্থীদের ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।
ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য (http://admission.eis.du.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফি সহ ভর্তি পরীক্ষার ফি নির্ধারন করা হয়েছে ৩৫০ (তিন শ’ পঞ্চাশ) টাকা । আগামী ২৯ আগস্ট-২০১৭ (মঙ্গলবার) রাত ১০টা পর্যন্ত ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ।
বিজ্ঞপ্তিতে বলা হয়,২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে মোট আসন সংখ্যা ৭ হাজার ৫৩টি। এরমধ্যে ‘ক’ ইউনিটে ১হাজার ৭ শ’ ৬৫টি, ‘খ’ ইউনিটে ২হাজার ৩ শ’ ৬৩টি, ‘গ’ ইউনিটে ১হাজার ২শ’৫০টি, ‘ঘ’ ইউনিটে ১হাজার ৫শ’৪০টি এবং ‘চ’ ইউনিটে ১ হাজার ৩৫টি আসন রয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এ সংখ্যা ছিল ৬ হাজার ৮শ’টি।
এছাড়া, জাপান স্টাডি বিভাগেও এবছর শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিভাগে আসন রয়েছে ৩০টি।
গতকাল সোমবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন শেষে বলেন, এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা গতবারের মতোই রাখা হয়েছে। কিছু নতুন বিভাগ চালু হওয়ায় এবং কিছু বিভাগ ও ইনস্টিটিউটে আসন বৃদ্ধি করায় মোট আসনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ২৫৩টি আসন বাড়ছে বলে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।


সর্বশেষ - জাতীয় সংবাদ