ফেসবুক থেকে
প্রকৃত সাংবাদিকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক একটি বিনীত জিজ্ঞাসা,
সারাদেশে সাংবাদিক পরিচয়দানকারী এবং সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করা কতজনের আসলেই রিলেভেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিংবা যোগ্যতা রয়েছে ?
এদেশে চাইলেই কেউ পুলিশ, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যকোন পেশাজীবীর পরিচয় দিতে পারে বা এটাকে উপার্জনের পথ হিসেবে বেছে নিতে পারে না। কিন্তু সাংবাদিকতার বেলায় এটার ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে কেন?
কোন ধরনের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই অনেকে বিভিন্ন অনলাইন পত্রিকার সম্পাদক বনে যাচ্ছেন। ব্যাং এর ছাতার মতো গড়ে উঠা হাজারো অনলাইন নিউজসাইট ও নামসর্বস্ব পত্রিকার আওতায় দেশে আজ লাখো সাংবাদিকের অবাধ বিচরণ। সাংবাদিকের এই বাম্পার ফলন কি আসলেই প্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় না হলে তাদের থামানোর উপায় টাই বা কি?
প্রকৃত সাংবাদিকদের সময় এসেছে বিষয়টি নিয়ে ভাবার, কাজ শুরু করার। অন্যথায় আপনাদের পবিত্র পেশাটি অপব্যবহার ও বহুল ব্যবহারে কলুষিত হবে। অলরেডি হচ্ছেও।