1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অস্ত্র উদ্ধার করতে গিয়ে ডিবির সহকারী কমিশনারসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
সিনিয়ার সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী

(ইবার্তা টুয়েন্টিফোর ডটকম:) রাজধানীর জুরাইন ফায়ার সার্ভিস স্টেশনের পিছনে অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেনঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারীসহ (৩৫) তিনজন। গুলিবিদ্ধ অন্য দুজন হলেন- ডিবির সোর্স মিদুল (২২) ও মো. সেলিম নামের স্থানীয় একজন পথচারী। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ১১ আগস্ট শনিবার রাত সোয়া ৮টার দিকে জুরাইন এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে। এতে রাহুল পাটোয়ারীর বুকের বাম পাশে এবং মিদুলের বাম পায়ে গুলিবিদ্ধ হয়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, পোস্তগোলায় নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাহুল পাটোয়ারী গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। স্থানীয় লোকজন জানিয়েছে, সেখানে দুটি গুলির শব্দ শোনা গেছে। তবে কীভাবে, কার গুলিতে তিনি আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। গুলিবিদ্ধ সহকারী কমিশনারকে প্রথমে স্থানীয় সিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ