1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

“পাকিস্তানের সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রীকে ইয়ে করেছেন, সেখানে কিছুই হয়নি”: প্রধান বিচারপতি

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)

(সুপ্রিম কোর্ট থেকে:) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, “পাকিস্তানের সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রীকে ইয়ে করেছেন। সেখানে কিছুই হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার।”
আজ রবিবার অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশ সংক্রান্ত মাসদার হোসেন মামলার শুনানিকালে প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী প্রসঙ্গে এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি, যথেষ্ট ধরছি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সবকিছু মিলিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি ঝড় উঠেছে।
অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, মিডিয়াতে অনেক কথা বলছেন। কোর্টে এসে অন্য কথা বলেন। আপনাকে নয়, আপনাদের বলছি – আপনি বলেন কবে কি হবে। আপনারা ঝড় তুলছেন, আমরা কোনো মন্তব্য করেছি?
প্রধান বিচারপতি বলেন, এ ঝড় উঠার পরেও সুপ্রিম কোর্ট যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরে আছে।
তিনি আরও বলেন, গত ধার্য তারিখে আমরা গেজেট জারির বিষয়ে আলোচনায় বসার কথা বলেছিলাম। এ বিষয়ে কী করেছেন?
অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশের জন্য আবারো সময় চাইলে মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, আপনার আলোচনার কথা হয়েছিল, কার সঙ্গে কে কে থাকবে।
জবাবে মাহবুবে আলম বলেন, ল’ মিনিস্টার।
তখন বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া বলেন, অল জাজেজ অব অ্যাপিলেট ডিবিশন, তারপর আলোচনা পর্যন্ত করলেন না।
এরপর রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের প্রেক্ষিতে অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশের জন্য সরকারকে ৮ অক্টোবর পর্যন্ত সময় দেয় আপিল বিভাগ।


সর্বশেষ - জাতীয় সংবাদ