হবিগঞ্জ জেলায় আজ থেকে এক সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।
‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হবিগঞ্জ বন বিভাগের আয়োজনে এ মেলায় ১৫টি স্টল অংশ নিচ্ছে। এতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরণের ফলদ বৃক্ষ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সসদ্য এডভোকেট মোঃ আবু জাহির। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) মোঃ এমরান হোসেন, অতিরক্ত পুলিশ সুপার হায়তুন নবী, বিভাগীয় বন কর্মকর্তা আর এসএম মনিরুজ্জামান, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ফজলুর রহমান ও জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি আব্দুল মতলিব প্রমুখ।