1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পাকিস্তানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারী

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসীদের লালনের জন্যে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন। দক্ষিণ এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল ঘোষণাকালে সোমবার ট্রাম্প এ হুঁশিয়ারী উচ্চারণ করেন। খবর এএফপি’র।
ট্রাম্প বলেন, সন্ত্রাসীদের জন্যে স্বর্গরাজ্যে পরিণত করেছে। সন্ত্রাসী সংগঠনগুলোকে যে সুযোগ ইসলামাবাদ করে দিচ্ছে তার ব্যাপারে আমরা আর বেশী দিন নীরব থাকতে পারি না।
তিনি বলেন, আফগানিস্তানে আমাদের প্রচেষ্টার অংশীদার হয়ে পাকিস্তান লাভবান হতে পারে। সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটি অনেক কিছু হারাচ্ছে। উগ্রপন্থীদের দমন করতে না পারলে পাকিস্তানকে দেয়া মার্কিন সামরিক ও অন্যান্য সহায়তা ঝুঁকির মুখে পড়বে।
পাকিস্তানকে পরিবর্তন হওয়ার উপদেশ দিয়ে ট্রাম্প বলেন, আমরা যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছি পাকিস্তান তাদের প্রশ্রয় দিচ্ছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ