1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অ্যাম্বুলেন্সের হর্নে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ : দায় চাপালো ছাত্রলীগের উপর

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ভিআইপি হুইসেল শুনেই মিছিল ফেলে পালালেন ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু দেখা গেল এক আশ্চর্য কাণ্ড। ঢাকা মেডিকেলগামী একটি অ্যাম্বুলেন্সের হুইসেল শুনেই ছোটাছুটি করে দৌড়ে পালালেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের এভাবে পালানোর বিষয়টি প্রত্যক্ষদর্শী, ছাত্রদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনসিসির অফিস সংলগ্ন স্থানে পৌঁছালে ক্যাম্পাসে যানজটের সৃষ্টি হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেলের দিকে হুইসেল দিয়ে যেতে শুরু করে। হুইসেল শুনেই হৈচৈ পড়ে যায়, ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে মুহূর্তেই তাদের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় সামনের সারির নেতারা গলা ফাটিয়ে চিৎকার করে বলতে শোনা যায় সবাই ফিরে আসুন এটা পুলিশের গাড়ি নয় এটা অ্যাম্বুলেন্স। তারপরেও কেউ থামে না আরো যেন দৌড়ের গতি বেড়ে যায়।

এদিকে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করেছে মিছিলে ছাত্রলীগের হামলায় তাদের ১৯ জন নেতাকর্মী আহত হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘এ ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ জড়িত নয়। বরং মিছিল চলাকালে অ্যাম্বুলেন্সের হুইসেল শুনে তারা দৌড়ে পালিয়েছে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ