1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ সামগ্রী পৌঁছেছে মোংলায়

মোংলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৭ আগস্ট, ২০২২

বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ প্রকল্পের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে মালামালের প্রথম চালান মোংলা বন্দরে পৌঁছেছে শনিবার। যমুনা নদীর ওপর ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেলওয়ে সেতুটির নির্মাণকাজ এখন চলমান।

দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ‘এমভি উহিয়ান হোপ’ জাহাজটি এসব পণ্য নিয়ে শনিবার বিকেল ৫টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে।

বন্দরসংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ প্রকল্পের জন্য মেশিনারিজ পণ্যের প্রথম চালান নিয়ে প্রজেক্ট কার্গো মোংলা বন্দরে পৌঁছেছে। এ সময় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাহাজটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাহাজটিতে রেলসেতু নির্মাণ প্রকল্পের জন্য ২৬৭টি প্যাকেজের ২ হাজার ৩৫০ দশমিক ৬৩ মেট্রিক টন ফ্যাব্রিকেটেড স্টিল ট্রাস মেম্বার উইত্থ লেটারাল ফোর্স সাপোর্ট এসেছে।

জাহাজটি ২৫ জুলাই ভিয়েতনামের হাইফং বন্দর থেকে ছেড়ে আসে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুণ। দেশের একের পর এক মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি হচ্ছে।

‘পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার গার্মেন্টসসহ অন্যান্য ব্যবসায়ীর মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ বেড়েছে। এর সুফল হিসেবে মোংলা বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ হচ্ছে দেশের সর্ববৃহৎ এই রেলসেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে ৪ দশমিক ৮ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু। এই ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সেতুটি দেশের বৃহত্তম ডেডিকেটেড রেলসেতু হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ