মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এ সময় কারেন্ট জাল মজুত ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলার হাকালুকি হাওড়পাড়ের তালিমপুর ইউনিয়নের কাননগো বাজারে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানের সময় থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন উপজেলার হাকালুকি হাওড়পাড়ের কাননগো বাজারের অভিযান চালান।
এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুত রাখায় কাননগো বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী আব্দুল মুকিতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের দোকান থেকে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন শনিবার সন্ধ্যায় বলেন, কাননগো বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।