রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক জোড়া ময়না পাখি ও একটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে বন বিভাগ।
বুধবার (১০ আগস্ট) বিকেলে কাপ্তাইয়ের জীবতলী এলাকায় বোটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চান্দু চাকমা ও মো. নান্নু মিয়া।
চান্দু চাকমা রাঙামাটির জুরাছড়ি উপজেলার নির্মল চাকমার ছেলে এবং মো. নান্নু মিয়া বিলাইছড়ি উপজেলার আবুল হোসেন মুন্সির ছেলে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, সোর্সের মাধ্যমে জানতে পারি একটি তক্ষক ও এক জোড়া ময়না পাখি নিয়ে বোটে করে বিলাইছড়ি থেকে রাঙামাটি যাচ্ছে দুই পাচারকারী। পরে কাপ্তাই জীবতলী নামক এলাকায় বোট থামিয়ে তল্লাশি চালিয়ে বোটের পাটাতনে নিচ থেকে ময়না ও তক্ষক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তক্ষকটির ওজন ২৩০ গ্রাম এবং ময়না পাখিগুলো বিলুপ্ত প্রায় জাতের। এদিকে পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করা হয়েছে।