1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা উপহার!

নীলফামারী প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

পরিত্যক্ত প্লস্টিকের বোতলের বদলে মিলছে একটি চারা গাছ। শিক্ষার্থীরা এক এক করে নিয়ে আসছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আর বিনিময়ে পাচ্ছে পরিবেশবন্ধু গাছের চারা।

পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যতিক্রম এই কর্মসূচির আয়োজন করে ‘সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে চারা গাছ উপহার দেয় সংস্থার সদস্যরা।

সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন জানান, প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলায় পরিবেশের জন্য হুমকি সৃষ্টি হচ্ছে, সেই বিষয়ে সচেতনতার লক্ষ্যে বোতলের বদলে চারা গাছ দেওয়া হয়।

বৃহস্পতিবারের কর্মসূচিতে ৩৫০টি প্লাস্টিকের বোতল জমা পড়ে বলেও জানান তিনি।

কর্মসূচিতে প্রধান অতিথি নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম শফিকুল ইসলাম ডাবলু, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি বিথী ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিব হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ