1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে ভাগ্যের চাকা

পিরোজপুর প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

এক সময় রাত কেটেছে ভাড়া বাড়িতে, কখনো বা রাস্তার পাশের খুপড়ি ঘরে। নিজের ন্যূনতম একটা ঘরের কখনো স্বপ্ন দেখেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের মাধ্যমে আধাপাকা ঘরে গোঁজার ঠাঁই হয়েছে পিরোজপুরের চার হাজার অসহায় ভূমিহীনদের।

অসহায় স্বামী আর দুই ছেলে-মেয়ে নিয়ে হাফিজা বেগমের সংসার। মানুষের কটু কথা আর খারাপ ব্যবহারে চোখের জল ফেলতে ফেলতেই জীবন সংগ্রামে লড়ছেন। ছিল না মাথা গোঁজার ঠাঁই। সম্প্রতি প্রধানমন্ত্রীর ঘর পেয়ে রাতারাতি বদলে গেছে ভাগ্যের চাকা।

হাফিজার মতো পিরোজপুরে আরও ৪ হাজারেরও বেশি গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। তারা এখন দেখছেন স্বাবলম্বী হবার স্বপ্ন। এ রকম হাজারও হাফিজার স্বপ্নের পথ দেখাতে তৈরি পিরোজপুর প্রশাসন।

এ বছরের নভেম্বরের মধ্যে জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

জেলায় ৪টি ধাপে দুই শতাংশ জমির দলিলসহ প্রায় ছয় হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর এ উপহার দেয়া হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ