1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৭ আগস্ট, ২০২২

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ছেঁড়াদ্বীপে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কেফায়েত উল্ল্যাহ (২২), মো. শরিফ (২৭), মো. হোছন (৩৮), ছৈয়দুর রহমান (৪৩), মো. হোছন (২৭) ও নুর হোসেন (২১)। তারা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা।

বিকেলে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার আশিক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপসংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় অভিযানের সময় বাংলাদেশের জল সীমানায় একটি নৌকা দেখা যায়।

নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটি থামানোর সংকেত দেন। পরে গার্ড সদস্যরা নৌকাটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এসব ইয়াবা পাচার করার অভিযোগে ৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটক ৬ জনই মিয়ানমারের নাগরিক।


সর্বশেষ - জাতীয় সংবাদ