প্রায় এক সপ্তাহ পুলিশশুন্য থাকার পর যান চলাচল নিয়ন্ত্রণের জন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা নেমেছেন।
সোমবার সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি মোড়ে তারা দায়িত্ব পালন করছেন। গত কয়েকদিন সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সমালাচ্ছিলেন শিক্ষার্থীরা। এদিনও কোনো কোনো জায়গায় পুলিশের সঙ্গে তারাও কাজ করছেন।
ট্রাফ্রিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর রমনা-তেজগাঁও এলাকা গুরুত্বপূর্ণ হওয়ায়, সেখানে প্রায় সর্বত্র ট্রাফিক পুলিশ কাজে নেমে গেছে।
পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর আন্দোলনরত পুলিশ সদস্যরা আজ সোমবার কাজে যোগ দিয়েছেন। সকাল থেকেই সড়কে দেখা গেছে তাদের। প্রায় ছয়দিন পর রাজধানীর কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।
তারা গণমাধ্যমে জানান, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’