1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

যুক্তরাষ্ট্রেও বিরাম নেই প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে তিনি বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। কিন্তু সেখানেও দাপ্তরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জরুরি ফাইলপত্র ডিজিটালি স্বাক্ষর করছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন রোববার বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে বেশ কিছু জরুরি গুরুত্বপূর্ণ ই-ফাইল গত দুইদিনে ডিজিটালি নিষ্পত্তি করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় জরুরি সব ইলেক্ট্রোনিক ফাইল (ই-ফাইল) প্রেরণের জন্য তাঁর কার্যালয়কে নির্দেশ দেন।
খোকন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে তাঁর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ই-মেইলের মাধ্যমে জরুরি ই-ফাইলগুলো ওয়াশিংটনে পাঠাচ্ছেন।’
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২ তম সভায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন।
ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর স্বদেশের উদ্দেশে যাত্রা করে লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে এসে পৌঁছবেন।
গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২ তম সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান।


সর্বশেষ - জাতীয় সংবাদ