1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জিয়ার কফিনে কি ছিলো?

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের কবর বা লাশ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা। নতুন করে বির্তক ছড়িয়ে পড়েছে তার লাশ নিয়ে।

অনেকে প্রশ্ন তুলেছেন রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার কবরে আসলে জিয়ার লাশ ছিল না।

জিয়া নিহতের পর সেই সময়কার পত্রিকা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি থেকে জানা যায় জিয়ার কবর কোথাও নেই।

ওই সময় ২রা জুন, ১৯৮১ পরের কিছু পত্র-পত্রিকা ঘেটে জানা যাচ্ছে, জিয়া নিহত হওয়ার পর বিদ্রোহী দলের নেতা জেনারেল মঞ্জুরের সাথে সাক্ষাৎ করে বিএনপি সরকার জিয়ার লাশ চায়। কিন্তু জেনারেল মঞ্জুর জিয়ার লাশ দিতে অস্বীকৃতি জানান।

জিয়া নিহত হওয়ার পর জানাজার জন্য জিয়াল লাশ বলে যে কফিনটি ঢাকায় আনা হয় তা পরিবারের সদস্য বেগম খালেদা জিয়া বা তার দুই পুত্রকেও খুলে দেখানো হয়নি। এমনকি ‘আমার আব্বুকে দেখাও’ বলে সেই কফিনের সামনে তারেক রহমান বিলাপ করলেও সেই কফিনটি খোলা হয়নি।

সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লালসালু উপন্যাসের সাথে মিলে যাওয়ায় তাহলে প্রশ্ন জন্মেছে, সেদিন কফিনে আসলে কি ছিলো? জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো সাধারণ সৈনিকের? নাকি নাম না জানা কোনো বেওয়ারিশ লাশ? নাকি অন্য কিছু?


সর্বশেষ - জাতীয় সংবাদ