1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিএনপির টাকায় ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির মিশনে মান্না

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ক্যাম্পাসে লাশ ফেলার পরিকল্পনা করছেন দুই জন সাবেক ছাত্রনেতা, অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য।  বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসগুলোকে অস্থির করে তোলার নীলনকশা এঁটেছেন সাবেক ডাকসু ভিপি মান্না ও নুর। সুশীল সমাজের ছদ্মবেশে বিএনপি-জামায়াতের হয়ে ক্যাম্পাস গোছানোর দায়িত্ব নিয়েছেন মাহামুদুর রহমান মান্না।  এবার তিনি সঙ্গে নিয়েছেন উচ্চাভিলাসি ও ক্ষমতালিপ্সু তরুণ নুরুল হক নুরকে।
বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও দিনগুলোতে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে কয়েকজন ছাত্রের লাশ ফেলার পরিকল্পনা দিয়েছিলেন এই মান্না। ভাইবারে আলাপচারিতার সেই অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে। সেই ঘটনার দায় স্বীকার করে মান্না তখন জিজ্ঞাসাবাদে বলেছিলেন, রাজনীতির গতিমুখ বদলাতে গেলে কখনো কখনো লাশের প্রয়োজন হয়।
ঠিক একইভাবে আবারো ক্যাম্পাসে লাশ ফেলার মিশনে নেমেছে এই চক্রটি। তবে এবার তার সঙ্গে আছে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য সম্প্রতি অনলাইন ও অফলাইনে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের ইতোমধ্যে দুজন ব্যবসায়ীর মাধ্যমে দেড় কোটি টাকা দিয়েছেন মান্নাকে। এই টাকার একটা বড় অংশ নুরকে দিতে বলা হয়েছে। তারেক রহমানের ঘনিষ্ঠ এই হুম্মাম চায়, যে কোনো মূল্যে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করুক মান্না। এরপর জামায়াতের বিশেষ টিমের মাধ্যমে দেশজুড়ে নাশকতা শুরু করবে তারা।
সোমবার সর্বশেষ বৈঠকে নুরকে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের কর্মীদের সক্রিয় করার নির্দেশনা দিয়েছেন মান্না। এরপর গত দুদিন থেকেই দেশজুড়ে তৎপরতা বাড়াচ্ছে নুরের দলের কর্মীরা। এরই অংশ হিসেবে কুড়িগ্রামে গিয়েছেন সংগঠনটির নতুন সভাপতি বিন ইয়ামিন। এসময় ছাত্রদল ও শিবিরের সঙ্গে সম্পৃক্তদের নিয়ে, জুতো পরে শহীদ মিনারের বেদীতে উঠে শক্তি প্রদর্শন ও শোডাউনের চেষ্টা করে ছাত্র অধিকারের কর্মীরা।


সর্বশেষ - জাতীয় সংবাদ