1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ২২ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

ঠাকুরগাঁওয়ে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা প্রদানের অভিযোগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদসহ বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে অভিযান চালিয়ে সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন এবং সদরের সালান্দর ইউনিয়নের সেনুয়া এলাকা থেকে বিএনপির দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় গ্রেফতার ২২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ - রাজনীতি