1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৪৬ ইলিশ জব্দ করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ জব্দ করেছে বিজিবি।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দ হওয়া মাছের পরিমাণ ৪৬ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

সুনামগঞ্জ-২৮ বিজিবির তথ্য মতে, শনিবার বিকেলে তাহিরপুরের লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবর অধীনস্থ লাউড়ের গড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিটভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাহিরপুরের শাহিদাবাদ এলাকার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারের সময় ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


সর্বশেষ - আন্তর্জাতিক সংবাদ