1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র, মানবিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দেয়া এবং তাদের জরুরী মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের মানবিক আচরণের উচ্ছ্বসিত প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। আজ এখানে প্রাপ্ত এক সরকারি বিবৃতিতে এ খবর জানা যায়।
ওয়াশিংটনে মঙ্গলবার মাকির্ন পররাষ্ট্র দফতরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিক নিরাপত্তা বৈঠকে ওয়াশিংটন ডিসি এই প্রশংসা করে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক (আমেরিকা) আবিদা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাকির্ন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক সামরিক ব্যুরোর ডেপুটি এ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাইক মিলার।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে গত ২৫ আগস্টের পর থেকে পাঁচ লাখের অধিক রোহিঙ্গা জীবন বাচাঁতে বাংলাদেশে আশ্রয় নেয়ার বিষয়টি অধিক গুরুত্ব পায়। দিনব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে দেশ ছেড়ে পালিয়ে আসা এ সকল রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আঞ্চলিক বিষয়সহ প্রতিরক্ষা, শান্তিরক্ষী, কাউন্টারটেররিজম এবং বেসামরিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র শান্তি রক্ষা কার্যক্রমে প্রবর্তক হিসাবে এবং হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রথম মহিলা একমাত্র কন্টিনজেন্টের অবদানে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করা হয়।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বেসামরিক নিরাপত্তার ক্ষেত্রে কাউন্টারটেরোরিজম এবং কাউন্টারিং ভাইওলেন্ট এক্সট্রিমিজম নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ সহযোগিতা অব্যাহত রাখতে এবং যে কোন উপায়ে জঙ্গিবাদ দমনে অভিজ্ঞতা বিনিময়ে একমত হয়েছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৭ম দফা বৈঠক আগামী বছরে ঢাকায় সুবিধাজনক কোন এক সময়ে অনুষ্ঠিত হবে।
এদিকে, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) মায়ানমারের সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে।
সরবরাহকৃত ত্রাণের মধ্যে রয়েছে ১০ হাজার শেল্টার কিট, ১০ হাজার ৫শ’ ঘুমানোর মাদুর এবং ২০ হাজার কম্বল।
আজ এখানে ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ত্রাণ সামগ্রী বুধবার থেকে বিতরণ শুরু হয়েছে। কুতুপালং ও বালুখালিতে অস্থায়ী ছাউনি তৈরি করে রোহিঙ্গাদের বসবাসের অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই ত্রাণ বিতরণ আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে।
২৫ আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জরুরি মানবিক সাহায্যের প্রয়োজনে বৃটিশ সরকার ইতোমধ্যেই ৩০ মিলিয়ন পাউন্ড অর্থ সরবরাহের ঘোষণা দিয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৩৬ বাংলাদেশি 

সঞ্চালন লাইন চালু: পায়রা-রামপালের বিদ্যুৎ সহজেই আসবে জাতীয় গ্রিডে

শক্তিশালী সুপারসনিক গোয়েন্দা ড্রোন নির্মাণ করছে চীন

‘ফিরে দেখা: ভয়াল ২১ আগস্ট’ শীর্ষক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী যা বললেন

পোশাক রপ্তানি: ইউরোপে প্রবৃদ্ধির ধারায় শীর্ষে বাংলাদেশ

বিদ্যুৎ সাশ্রয় করতে গ্রামীণফোনে ‘ওয়ার্ক ফ্রম হোম’

এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাস সার্ভিসে স্বস্তি, বাড়ছে যাত্রী সংখ্যা

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে ব্রিটিশ রাজকীয় যুদ্ধজাহাজ

শেষ পর্যায়ে ঝিনুকাকৃতি আইকনিক রেলস্টেশনের নির্মাণ কাজ

২৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ পেল ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ