1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াতের ৪ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ‘গোপন বৈঠক’ করার সময় জামায়াতে ইসলামীর চার নেতা আটক করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে ১৯টি জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, রেজিস্ট্রার খাতা ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
আটক জামাত নেতারা হলেন— হাড়িভাঙ্গা গ্রামের প্রয়াত আলির ছেলে আফছার উদ্দিন, বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের নজর উদ্দিন গাজীর ছেলে নজরুল গাজী, বাটরা গ্রামের বাবর আলী সরদারের ছেলে ইসমাইল সরদার ও শ্রীউলা গ্রামের ইমদাদ আলীর ছেলে আব্দুর রহমান। এদের মধ্যে আফছার উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ, বাকিরা সদস্য।
আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শ্রীউলা গ্রামের আফছার উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা সেখানে গোপন বৈঠক করছিলেন।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। সেখান থেকে জিহাদি বই, লিফলেট ও রেজিস্ট্রার খাতা উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ