1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চলে গেলেন মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

বাঙালির বন্ধু, মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন শুক্রবার মারা গেছেন ।
সন্ধ্যায় ইটালির ভিচেঞ্চায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফাদার রিগনের বোনের মেয়ে মারতা আলেসান্দ্রো জানিনের বরাত দিয়ে প্যারিস প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিশঙ্কর মৈত্রী এ খবর নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফেইসবুক লাইভে রবীশঙ্কর মৈত্রী জানান, দার্শনিক, লেখক, অনুবাদক ও মানবসেবক ফাদার মারিনো রিগন দেহত্যাগ করেছেন।
১৯৫৩ সালে খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ফাদার রিগন। ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষের দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, চিকিৎসা ও দুঃস্থ নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি।
একাত্তরে যুদ্ধের সময় অসুস্থ-যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা দেয়ার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ অংশ নেন রিগন।
গত ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।


সর্বশেষ - জাতীয় সংবাদ