সদ্য হজ্বব্রত পালন শেষে ফেরৎ আসা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নতুন হাজীগণকে উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার মমতাজ জামে মসজিদে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ সামশুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত অনাড়ম্বর পরিবেশে নতুন ৩১ জন নতুন হাজীগণকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
আলহাজ্ব মোঃ রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপজেলা হাজী কল্যাণ সমিতির সদস্যগণ নতুন হাজীগনের হাতে তশ্বী তুলে দিয়ে তাদের বরণ করে নেন।
সংগঠনটি জানায়, সংগঠনের নিয়ম অনুযায়ী এই বরণের মধ্য দিয়ে নতুন হাজীগণ এই সংগঠনের একজন সদস্য হিসেবে গণ্য হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান এবং অন্যান্যদের মধ্যে আলহাজ্ব মির্জা আব্দুল লতিফ, আলহাজ্ব মির্জা খায়রুল ইসলাম, আলহাজ্ব সামশুল হুদা, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব ক্কারী মোঃ তাহেরুল ইসলাম, আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার,
আলহাজ্ব মনসুর আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব মোঃ কলিম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কুরআন সুন্নাহ্র আলোকে নতুন ও পুরাতন হাজীদের অবশিষ্ট জীবন অতিবাহিত করার আহবান জানানো হয়।