শীর্ষ সংবাদ
ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার

মোঃ আবু সালেহ্ মুসা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুরকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ গড়েয়া এলাকা থেকে যুবদলের সভাপতিসহ ৪ জনকে আটক করে।
পুলিশ জানায়, গতকাল কেন্দ্রীয় কর্মসূচিতে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার কারণে ও পূর্বের নাশকতার মামলার অভিযোগে জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুরসহ ৪ জনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ আটকের কথা স্বীকার করে বলেন, যুবদলের সভাপতিসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও সংবাদ