1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

২৫ টাকায় আলু বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

বেঁধে দেয়া দামে আলু নিশ্চিত করতে না পেরে সরকার নিজেই রান্নার উপকরণটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ৩০ টাকা নয়, আরও কমে, ২৫ টাকায় আলু বেচবে বাজার নিয়ন্ত্রণে সরকার সংস্থা টিবিসি।
রোববার সচিবালয়ে হিমাগার মালিকদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রী জানান, তারা সরাসরি আলু বিক্রির পাশাপাশি সরকারের বেঁধে দেয়া দরে পণ্যটি পাওয়া যাচ্ছে কি না, সেটাও তদারকি হবে। খুচরা বাজারের পাশাপাশি পাইকারি ও হিমাগারেও নির্ধারিত দরে আলু বেচতে হবে। নইলে ব্যবস্থা নেবেন তারা।
চিঠিটি এক সপ্তাহ পর গত ১৪ অক্টোবর জানাজানি হয়। কিন্তু এই দরে আলু পাওয়া যাচ্ছে না কোনো পর্যায়ে। আবার কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হলেও কোথাও সমন্বিত অভিযানের খবর নেই।
নানা সময় সরকার টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবার প্রথমবারের মতো অনলাইনেও পণ্য দিচ্ছে সংস্থাটি। বাজারদরের চেয়ে অনেক কমে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।


সর্বশেষ - জাতীয় সংবাদ