1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এবার দ. কোরিয়ার আগ্রহ প্রকাশ

অশোক আখন্দ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বাংলা‌দে‌শে আরও এক‌টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহযোগিতার বিষ‌য়ে আগ্রহের কথা জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত দ‌ক্ষিণ কো‌রিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন।

সোমবার (১১ অ‌ক্টোবর) ঢাকার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব সদস্যদের কোরিয়ান দূতাবাসের পক্ষ থেকে সোনারগাঁও‌য়ের পানাম সিটির বড় সর্দার বাড়ির সংস্কার ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি প‌রিদর্শ‌নে নিয়ে যাওয়া হয়। ওই সময় রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহযোগিতা করতে দক্ষিণ কোরিয়া আগ্রহী। দক্ষিণ কোরিয়ার একাধিক প্রতিষ্ঠান রয়েছে যারা এ কাজে পারদর্শী। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহযোগিতা করেছে দক্ষিণ কোরিয়া। আমাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে কি-না এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত কিউন বলেন, সেটা এখনও নিশ্চিত না, তবে অর্থায়ন নিয়ে সমস্যা হবে না। কেননা কোরিয়ার কাছে এই খাতের বিশ্বসেরা কারিগরি সক্ষমতা রয়েছে।

রাষ্ট্রদূত ব‌লেন, তৈরি পোশাক খাতে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশের তরুণ শক্তি খুব কাজের। আগামী দিনে বাংলা‌দে‌শের স‌ঙ্গে ওষুধ শিল্প, তথ্য প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও উন্নতি ঘটবে।

এ‌দি‌কে, গতকাল রোববার দে‌শের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। এরপর‌ আজ (সোমবার) সকা‌লে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ গণভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাতে যান। এ সময় প্রধানমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ