1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রশংসায় ভারত

অশোক আখন্দ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

ধর্মীয় বিষয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রশংসায় ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের তাৎক্ষণিক পদক্ষেপ এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে ধর্মীয় সমাবেশে হামলার মতো অপ্রীতিকর ঘটনা নিয়ে আমরা কিছু প্রতিবেদন দেখেছি।”

তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ সরকার আইন প্রয়োগকারী বাহিনী মোতায়েনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্গাপূজায় বাংলাদেশের জনগণের সংখ্যাগরিষ্ঠের সহায়তা অব্যহত রয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, ভারতীয় হাইকমিশন ঢাকা এবং স্থানীয় পর্যায়ে কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে রাখছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ