1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভেবেছিলেন বাঁচবেন না স্বামী, হতাশ হয়ে স্ত্রী’র কফিন বিক্রির বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২ অক্টোবর, ২০২২

ভেবেছিলেন স্বামীর আয়ু আর মাত্র কয়েকটি দিন। আর তাই বাজার থেকে কিনে এনেছিলেন পোলিশ করা একটি কফিন। কিন্তু মৃত্যু কখন, কোন দিন, কীভাবে হবে সে তো কেউ বলতে পারে না! স্বামীর শারীরিক অবস্থা দেখে স্ত্রী ভেবে নিয়েছিলেন স্বামীর জীবনে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। কিন্তু সেই হিসাব গোলমাল করে দিয়ে স্ত্রীকে ‘হতাশ’ করলেন স্বামী। প্রত্যাশিত সময়ে মৃত্যু না হওয়ায় স্বামীর জন্য কিনে আনা সেই কফিন শেষমেশ বিক্রি করার সিদ্ধান্ত নিলেন স্ত্রী। ঘটনাটি স্কটল্যান্ডের। খবর টাইমস নাও নিউজের।

ওই নারী কফিন বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেখানে তিনি লিখেছেন, নতুন কফিন বিক্রি আছে। স্বামীর জন্য কিনে এনেছিলাম। কিন্তু এখনো তিনি বেঁচে রয়েছেন। ফলে কফিনের আর প্রয়োজন নেই। শুধু শুধু একটা ঘর দখল করে রয়েছে সেটি।

ওই নারী আরও লিখেছেন, কফিনটি বিক্রি করলেও তার মধ্যে থাকা বালিশ দেয়া হবে না। কারণ ওই বালিশ আমার কুকুর দখল করে নিয়েছে।

ওই নারীর এই লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই শোরগোল পড়ে গিয়েছে। কেউ লিখেছেন, এটা আমার দেখা জীবনের সেরা পোস্ট। আরেকজন লিখেছেন, এটা নিশ্চয়ই মজা করে বিজ্ঞাপন দেয়া হয়েছে! একজন রসিকতা করে লিখেছেন, এক কামরার ফ্ল্যাট যারা খুঁজছেন, তাদের জন্য এটা সেরা।


সর্বশেষ - আন্তর্জাতিক সংবাদ