1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভোলায় নৌ-ডাকাত বাহাদুর বাহিনীর প্রধানসহ তিন সদস্য আটক

ভোলা জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ভোলায় নৌ-ডাকাত বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুরসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সদর উপজেলায় মেঘনার মধ্যবর্তী বঙ্গেরচর থেকে তাদের আটক করা হয়। অভিযানে ডাকাতদের আস্তানা থেকে নগদ অর্থ, ধারালো অস্ত্রসহ আইটি সরঞ্জাম জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, মঙ্গলবার সাব-লেফটেন্যান্ট এম ফজলুল হকের নেতৃত্বে বঙ্গেরচরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাত দলের আস্তানা থেকে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুর, সহযোগী ইকবাল হোসেন ও শেখ ফরিদকে আটক করা হয়।

এসময় তাদের আস্তানা থেকে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম, ৫টি মোবাইল সেট, ৬টি মেমরি কার্ড, কার্ডরিডার, রামদাসহ ধারালো অস্ত্র ও নগদ ৪ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নে।

তিনি আরও জানান বুধবার (৫ অক্টোবর) সকালে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ