জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ১৬০ টি দেশের ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে নির্বাচনে প্রথম হয়েছে বাংলাদেশ।
আজ রাতে নিউইয়র্কে ৭৭-তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ ১৬০ ভোট পায়। এ নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ চারটি আসনে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করে আফগানিস্তান, কিরগিজস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপ।
যেখানে বাংলাদেশ ১৬০ ভোট, কিরগিজস্তান ১২৬ ভোট, ভিয়েতনাম ১৪৫ ভোট, মালদ্বীপ ১৫৪ ভোট, দক্ষিণ কোরিয়া ১২৩ ভোট ও আফগানিস্তান ১২ ভোট পায়।
এর আগে মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়ে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ দায়িত্ব পালন করেছে। তারও আগে বাংলাদেশ ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়ে দায়িত্ব পালন করেছিলো।