বিস্ফোরকের অভাবে বন্ধ হয়ে যাওয়া মধ্যপাড়া পাথর খনির উৎপাদন আবারও শুরু হয়েছে। ভারত থেকে আনা বিস্ফোরক ব্যবহার করে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পাথর উৎপাদন শুরু করা হয়।
পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, ‘খনিটির উৎপাদন ক্ষমতা দৈনিক সর্বোচ্চ ৫ হাজার ৫শ’ মেট্রিক টন। এখন থেকে মধ্যপাড়া খনি হতে দৈনিক গড়ে উৎপাদন ৫ হাজার মেট্রিক টন হারে উৎপাদন হবে বলে আশা করা যায়।’
প্রসঙ্গত, অ্যামোনিয়াম নাইট্রেডসহ (বিস্ফোরক) বেশ কয়েকটি এক্সপ্লোসিভ সংকটে চলতি বছরের ১ মে খনিটি বন্ধ হয়ে যায়। এর আগেও গত ১৩ মার্চ একই কারণে খনি বন্ধ হয়েছিল। পরে ২৮ মার্চ চালু করা হয়।
খনি সূত্রে জানা যায়, বুধবার (১২ অক্টোবর) সকালে একশ’ টন পাথর (অ্যামোনিয়াম নাইট্রেড) উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক খনিতে পৌঁছায়। ১৫ অক্টোবর আরও ১২০ টন বিস্ফোরক চট্টগ্রামে পৌঁছাবে। চলতি মাসের শেষে আরও ১৫০ টন বিস্ফোরক বেনাপোলে পৌঁছার কথা রয়েছে। এ অবস্থায় আগামী ৬ মাস নিরবচ্ছিন্ন খনি পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।