1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

স্তন ক্যান্সার রোধে প্রয়োজন সচেতনতা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে প্রতিবছর ১৩ হাজারের বেশি নারী নতুনভাবে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। নারী ক্যান্সার রোগীদের মধ্যে ১৯ শতাংশই স্তন ক্যান্সারে ভোগেন। আর তাই স্তন ক্যান্সার রোধে সচেতনতা বৃদ্ধি জরুরি। এক্ষেত্রে সমাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শ্যামলী নার্সিং কলেজে আয়োজিত এক অ্যাওয়ারনেস সেমিনারে বক্তারা এসব কথা বলেন। হেলথ বন্ধু সেমিনারটির আয়োজন করে।

বক্তারা বলেন, যেকোনো বয়সেই একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। তবে, এই ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, তাহলে পুরোপুরি নিরাময় সম্ভব।

আয়োজকরা বলেন, নার্সিং পেশাদাররা দেশের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকের সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা আগামী দিনের নার্স। সুতরাং এটি স্তন ক্যান্সার সচেতনতায় পেশাগত কর্মক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

সেমিনারে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করেন হেলথ বন্ধু লিমিটেডের এক্সিকিউটিভ ফারিহা সুলতানা অমি। সচেতনতায় করণীয় নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির কমিউনিকেশন এক্সিকিউটিভ বাঁধন বিশ্বাস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানজিনা খান। তিনি বলেন, এ ধরণের আয়োজন সমাজিকভাবে ইতিবাচক ভূমিকা রাখবে। ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সমাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে।

সেমিনারের বিষয়ে হেলথ বন্ধু লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজিকুল হাসান রিফাত বলেন, আমরা হেলথ কেয়ার ইকোসিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আর এ ধরনের সেমিনারের মাধ্যমে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পায়।


সর্বশেষ - আন্তর্জাতিক সংবাদ