1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ছিনিয়ে আনলাম স্বাধীনতা : সাজ্জাদ হোসেন সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
ছিনিয়ে আনলাম স্বাধীনতা : সাজ্জাদ হোসেন সাখাওয়াত

হে স্বাধীনতা
রক্তের সাগরে ভেসে তুমি এসেছ
মা বোনের ইজ্জত দিয়ে তোমায় এনেছি।
তুমি নিজে আসো নাই,ছিনিয়ে আনলাম তোমায়।

হে স্বাধীনতা
খোকার বাবা তোমাকে আনতে গিয়ে শত্রু গুলিতে তছনছ হয় , ফিরে নাই আর মৃত দেহখান।
নাবালিকা মেয়ের সেনা ছাউনি চিৎকার শুনে তুমি এসেছ,
তোমাকে শত কষ্টে ছিনিয়ে এনেছি।
পশ্চিমা নরপিশাচের হাত থেকে।

হে স্বাধীনতা
তোমাকে আনতে ‘৫২ রক্ত দিয়েছি রাজপথে,
কারাগার হয়েছে বাসগৃহ, কণ্ঠ উঠে আন্দোলনের জোয়ার।
তবুও তুমি আসো নাই।

হে স্বাধীনতা
অশিক্ষিত কৃষক,জেলে, নিম্নশ্রেণী বাংলার জনতা
তোমাকে আনতে গিয়েছিল
লাশ হয়ে ফিরেছে তোমাকে নিয়ে। তোমার জন্য ‘৭১ নিরহ বাংলার বুকে রক্তের জমাট বাঁধে।অতঃপর তোমার রক্তচক্ষু সবুজ শ্যামলা মমতা ভরে উঠে।

হে স্বাধীনতা
আজ তুমি শ্রী। বাংলার গৌরব
তোমার অপেক্ষা ছেয়ে প্রতীক্ষা রূপ নিয়েছিল
তাই তুমি পবিত্র খাঁটি,করলে বাংলার মাটি
তোমাকে ছিনিয়ে এনেছি, বাংলাকে পবিত্র করার জন্য,
চলে যাবে অতীতের পাপ,চলবে নতুনদিনের পূ্ণ্য।


সর্বশেষ - জাতীয় সংবাদ