1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দেশে প্রথম অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট চালু

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

বাংলাদেশ রেলওয়েতে প্রথম অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট চালু হয়েছে। যা দিয়ে অল্প সময়ে ট্রেনের উভয় পাশ, ছাদ এবং আন্ডার গিয়ার সুচারুভাবে পরিষ্কার করা যায়।

সোমবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ‘অত্যাধুনিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের’ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী জানান, আগে ১৪ কোচের একটা ট্রেন পরিষ্কার করতে সময় লাগতো এক ঘন্টার বেশি এখন অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের মাধ্যমে সময় লাগবে মাত্র ১০ মিনিট। আধুনিক এই প্ল্যান্টের মাধ্যমে ট্রেন পরিষ্কারে যেমন সময়ের সাশ্রয় হবে তেমনি ৭০ শতাংশ পানিরও অপচয় কমবে।

দেশের রেলব্যবস্থা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশে অত্যাধুনিক রেলব্যবস্থা হবে। আর ২০২৪ সালেই মাল্টি মডেল হাব হবে কমলাপুর রেলস্টেশন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার হয়ে চীনে সম্প্রসারিত হবে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা পর্যন্ত ট্রেন যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যোগ হবে।’

‘আরেকটি প্রজেক্ট হলো পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর দিয়ে পার হয়ে যাবে এই রেল লাইন। দ্বিতীয় রেলসেতু হবে বঙ্গবন্ধু সেতুর পাশে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে ট্রেন যাতায়াত করতে পারবে। এই সেতুতে আলাদা দুটি লাইন থাকবে।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘ঢাকার চারপাশে ৮৯ কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন চালু করা হবে। ঢাকার যানজট নিরসন এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এই সার্কুলার ট্রেন চালু করা হবে। এর মধ্যে ৯ কিলোমিটার রেললাইন থাকবে মাটির নিচ দিয়ে। বাকি রেলপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে।’

বিদেশের তুলনায় রেল যোগাযোগে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘বিদেশে বৈদ্যুতিক ট্রেন চলে। সে ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে অনেক পিছিয়ে আছে। সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বৈদ্যুতিক ট্রেন চালু করতে প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে।’

রেলসচিব সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ বক্তব্য দেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ