1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কুড়িয়ে পেয়ে আইফোন ফিরিয়ে দিলেন রিকশাচালক

কমলিকা হাসান : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

রাজশাহীতে প্রায় লাখ টাকা দামের একটি আইফোন-১১ প্রো ম্যাক্স কুড়িয়ে পেয়ে তা পুলিশের কাছে ফেরত দিয়েছেন আতিয়ার রহমান নামের এক রিকশাচালক। পরে পুলিশের মাধ্যমে প্রকৃত মালিক ফিরে পান তার আইফোন।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ উৎপল কুমার ফোনটির প্রকৃত মালিক ডা. মো. ফাহাদ ইবনে মাহাফুজের কাছে হস্তান্তর করেন।

জানতে চাইলে রিকশাচালক মো. আতিয়ার রহমান বলেন, ‘বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মোবাইলটি নগরীর নিউমার্কেট এলাকায় কুড়িয়ে পাই। কিন্তু ওই সময় আমি সেখানে মোবাইলের মালিককে অনেক খোঁজাখুজি করেও পাইনি। শেষ পর্যন্ত মালিককে খুঁজে না পেয়ে রোববার (১৪ নভেম্বর) শিরোইল পুলিশ ফাড়ির ইনচার্জের কাছে ফোন জমা দেই।’

আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ উৎপল কুমার বলেন, ফোনটি আমার হাতে এলে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেই। সেখানে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে (মালিকানার প্রমাণাদিসহ) সাইবার ইউনিটের একজন সহকারী পুলিশ কমিশনারের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলি। সোমবার দুপুরে আইফোনটির সঠিক মালিকানা যাচাই করে প্রকৃত মালিক ডা. মো. ফাহাদ ইবনে মাহাফুজের কাছে হস্তান্তর করা হয়।’

রিকশাচালকের সততায় মুগ্ধ পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ‘সাধারণত দরিদ্র মানুষ কারও কোনো দামি জিনিস পেলে সহজে ফেরত দেন না। কিন্তু রিকশাচালক আতিয়ারের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে ভিন্ন। সে ফোনটি না নিয়ে তিন-চারদিন ওই এলাকায় মানুষকে জিজ্ঞাসা করেছেন। পরে মালিককে না পেয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন। সত্যি এমন ঘটনা বিরল ও প্রশংসাযোগ্য।’


সর্বশেষ - জাতীয় সংবাদ