1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

এবার বুস্টার ডোজের পরিকল্পনা

কমলিকা হাসান : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

দেশের বেশির ভাগ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা দেয়ার পর সবার জন্য বুস্টার ডোজের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বললেন, ওই পর্বে অগ্রাধিকার পাবেন ঝুঁকিপূর্ণরা।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার সকালে সৌদি বাদশাহ সালমান ফাউন্ডেশনের দেয়া ১৫ লাখ ডোজ টিকা গ্রহণ অনুষ্ঠানে সরকারের এ পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘সবার জন্য বুস্টার ডোজের চিন্তা করছে সরকার। তবে বেশির ভাগ মানুষকে দুই ডোজ দেয়া হয়ে গেলে ঝুঁকিপূর্ণদের দিয়ে বুস্টার ডোজ শুরু হবে। অনেক দেশ বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। আমরাও দেব।’

সৌদি সরকার বাংলাদেশে টিকা উৎপাদনেও সহায়তা করতে চায় বলে জানালেন জাহিদ মালেক। বলেন, ‘আজও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ও টিকা উৎপাদনে সহায়তা করতে চায়। দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশে টিকা উৎপাদন শুরু করতে চায়।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আজ অ্যাস্ট্রাজেনেকার ১৫ লাখ টিকা পাচ্ছি। সঙ্গে কিছু মেডিক্যাল ইকুইপমেন্টও এসেছে। আমরা এখন প্রতিদিন ১৫ লাখ টিকা দিচ্ছি। ২১ কোটি ডোজ টিকা কিনেছি।

‘ঝুঁকিপূর্ণ প্রায় সবাইকে দেয়া হয়ে আসছে। এ জন্য মৃত্যুর হার এক ডিজিটে নেমে আসছে। অচিরেই এটা শূন্যে নেমে আসবে। আমরা শিক্ষার্থীদেরও টিকা দিচ্ছি। আজ কড়াইল বস্তিতেও টিকা দেয়া শুরু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ