1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশের প্রথম পদক আনলো মেয়েরা

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর আসর বসেছে বাংলাদেশে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ। ফলে চলমান আসরে প্রথম পদক নিজেদের করে নিলো লাল-সবুজরা। যা এশিয়ান পর্যায়েও বাংলাদেশের প্রথম পদক।

বুধবার (১৭ নভেম্বর) সকালে পঞ্চমদিনে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভিয়েতনামের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আখতার ও বিউটি রায়।

এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও ব্রোঞ্জ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়েছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।

গেল শনিবার থেকে শুরু হয়েছে এশিয়ান আর্চারির সর্বোচ্চ এই আসর। স্বাগতিক বাংলাদেশ, ভারত, ইরাক, জর্ডানসহ ১৭টি দেশের অংশগ্রহণ করছে এবারের আসরে।

৭৮ জন পুরুষ ও ৫৩ জন নারীসহ মোট ১৩১ জন আরচার অংশ নিচ্ছেন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। ১৫ জন আর্চার প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে।


সর্বশেষ - জাতীয় সংবাদ