1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

টিকা পেয়েছে ৫ লক্ষাধিক স্কুলশিক্ষার্থী

অশোক আখন্দ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ রোধে স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয় গত ১ নভেম্বর। এদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৩ নভেম্বর) পর্যন্ত স্কুলশিক্ষার্থী টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ২৭২ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা ৫ লাখ ৯ হাজার ২১২ জন ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা এক হাজার ৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের ৬৯ হাজার ৯২৩ জন ও দ্বিতীয় ডোজের ৮২৭ জনসহ মোট ৭০ হাজার ৭৫০ জন টিকা নিয়েছে।

প্রথম ডোজের টিকাগ্রহীতা ৬৯ হাজার ৯২৩ জনের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৬২৭ জন ও নারী ৩৪ হাজার ২৯৬ জন। আর দ্বিতীয় ডোজের ৮২৭ জনের মধ্যে পুরুষ ৫২৪ জন ও নারী ৩০৩ জন।


সর্বশেষ - জাতীয় সংবাদ