1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

প্রতিরোধের মুখে এবার চট্টগ্রামেও পাক জার্সি-পতাকা উধাও

কমলিকা হাসান : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

বাংলাদেশে খেলতে এসে নিজেদের বেশ কিছু সমর্থক দেখে চমকে গিয়েছিল পাকিস্তান দল। টি-টোয়েন্টি সিরিজে ওপেনার ফখর জামান বলেছিলেন, তার মনে হচ্ছে তারা পাকিস্তানেই আছেন। কিন্তু শেষ টি-টোয়েন্টিতে হামজা রহমান অন্তর, শামীম রুদ্রসহ কয়েকজনের নেতৃত্বে মিরপুর গালারিতে পাক জার্সি-পতাকা প্রতিরোধ করে ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ নামক একটি সংগঠন। মিরপুর ছেড়ে চট্টগ্রামে এসেও প্রথমদিককার চেয়ে ভিন্ন চিত্র পেল পাকিস্তান দল। পুরো গ্যালারিতে পাকিস্তানের কোন সমর্থন নেই। উলটো পাকিস্তান বিরোধী স্লোগান হলো সমস্বরে।

এর আগে সকালে পাকিস্তানি জার্সি পরে খেলা দেখতে আসায় এক সমর্থককে ডোবায় নামিয়ে শাস্তি দিয়েছেন চট্টগ্রামের প্রতিবাদী বাঙালি দর্শকরা।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে।

এসময় পাকিস্তানের জার্সি পরে আসা ওই যুবককে ধাওয়া দিয়ে তার শরীর থেকে জার্সি খুলে নেওয়া হয়।

এসময় পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য, মুক্তিযুদ্ধ মঞ্চ ও মহসিন কলেজ ছাত্রলীগসহ কয়েকটি ব্যানারে হামজা রহমান অন্তর, শওকত খান, রূপম সরকার, এম. ইউ. সোহেল, আইয়ুব খান রাব্বী, যুবরাজ দাস, খান সামাদ, অভি রায়সহ প্রতিবাদী তরুণরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সকালে সংখ্যাটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে দর্শক। পূর্ব গ্যালারির পুরোটাই হয়ে যায় ভরপুর।

বাংলাদেশের জার্সি পরে চট্টগ্রাম এমইএস কলেজ থেকে আসা বেশ কয়েকজন তরুণ স্লোগান তুলেন, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা।’, ‘পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তান ফিরে যা’।

শাহাদাত হোসেন হীরা নামক এক সমর্থক বলেন, ঐতিহাসিক আন্দোলনের চারণভূমি চট্টগ্রামে অন্যরকম ঝাঁজ নিয়ে এসেছেন তারা, ‘এই চট্টগ্রামের মাটি থেকে অনেক আন্দোলনের সৃষ্টি হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাক হানাদার বিরোধী আন্দোলন এই চট্টগ্রাম থেকে সৃষ্টি হয়েছে। কোন বাঙালি যদি পাকিস্তানের পতাকা নিয়ে, পাকিস্তানের জার্সি বহন করে তাহলে এই চট্টগ্রামের যুব সমাজ তা প্রতিহত করবে।’

আরেক সমর্থক বলেন মিরপুরের মাঠে পাকিস্তানি সমর্থকদের বাড়-বাড়ন্ত দেখে তারা প্রতিবাদ জানাতেই মাঠে এসেছেন, ‘জার্সিটা পরে আমরা একটা নীরব প্রতিবাদ জানানোর জন্য এসেছি। যেভাবে তারা পাকিস্তানের পতাকা দিয়ে সমর্থন জানিয়েছে মিরপুরে আমরা বাংলাদেশের জার্সি দিয়ে পরিধান করে আমরা প্রতিবাদ জানানোর জন্য এসেছি। এটা চট্টগ্রাম, এটা মিরপুর না।’

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়া বাংলাদেশ টেস্টে আরও কঠিন চ্যালেঞ্জ। তবে তাদের আশা এই ভেন্যুতে ভাল ফল করবে বাংলাদেশ, ‘খেলায় জয় পরাজয় তো আছেই। কিন্তু এই চট্টগ্রামের মাটিতে কিন্তু বাংলাদেশের বড় জয় আছে। আমরা আশা করি পাকিস্তানকে এখানে বাংলাদেশ পরাজিত করবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

কৃষিতে নতুন সম্ভাবনা: লবণাক্ত জমিতে সৌদি খেজুর চাষে সাফল্য

গাজীপুরের শ্রীপুরে ১২ রঙের ৭০ হাজার টিউলিপ চাষ

ই-কমার্সে গ্রাহকের টাকা : ৩১ মার্চের মধ্যে যোগাযোগ না করলে ব্যবস্থা

আবারও বিএনপির ইফতারে হিন্দুদের গরুর মাংস পরিবেশন

নগদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে ১৫ লাখ পরিবার

বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার সহনীয় পর্যায়ে

বাংলাদেশ-ফ্রান্স যৌথ বিবৃতিতে যেকোনো অসাংবিধানিক-সামরিক সরকারের নিন্দা

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড : মার্কিন সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক ও ন্যায়সঙ্গত

পদ্মা সেতুর দিকে তাকিয়ে মোংলা বন্দর

অস্ট্রেলিয়ায় ২০ আরোহী নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত