জামালপুরে ২৫০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় সদর উপজেলার বগাবাইদ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, অসহায়-দুস্থদের কল্যাণে দোস্ত এইড অতি অল্প সময়ের মধ্যেই সবার কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে। সরকার, প্রশাসন ও সবার সহযোগিতা সব সময়ই দোস্ত এইডের পাশে ছিল ও থাকবে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সংস্থাটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে তিনটি হতদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, ১১ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবনসহ আরও অনেকে।