1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নেপালকে হারালেই চ্যাম্পিয়ন বাংলাদেশ!

খেলাধুলা ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে হলে শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে বাংলাদেশকে। বুধবার রাউন্ড রবিন লিগ পর্বে নেপাল ১-০ গোলে ভুটানকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। আগামী ১১ নভেম্বর লিগ পর্বে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে স্বাগতিকরা। সেখানে ৩ পয়েন্ট পেলেই ট্রফি উঠবে লাল-সবুজ জার্সিধারীদের হাতে।

তিন ম্যাচ শেষে নেপাল ৯ ও বাংলাদেশ ৬ পয়েন্ট পেয়েছে। আর কোনও পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভুটান। শেষ ম্যাচে বাংলাদেশ নেপালকে হারালে দুই দলের পয়েন্ট এবং হেড টু হেড সমান হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আর ম্যাচ ড্র হলে নেপাল ট্রফি নিয়ে যাবে দেশে।

আজ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপাল ১-০ গোলে ভুটানকে হারিয়েছে। ৪৬ মিনিটে বর্ষা অলির জায়গায় মাঠে নামেন সেনু পারিয়ার। ঠিক ৩ মিনিট পর একমাত্র জয়সূচক গোলটি এসেছে সেনুর কাছ থেকে।


সর্বশেষ - আন্তর্জাতিক সংবাদ