1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দক্ষিণ আফ্রিকায় পোশাক শিল্পে প্রবাসী বাংলাদেশিদের সফলতা

প্রবাস ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

দক্ষিণ আফ্রিকায় ব্যক্তি উদ্যোগে পোশাকশিল্পে ব্যাপক সাফল্য পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে নিজস্ব কারখানায় তৈরি পোশাক সরবরাহ করে আসছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন অসংখ্য প্রবাসীর।

শুরুটা বেশ চ্যালেঞ্জিং হলেও দীর্ঘ সময়ের ব্যবধানে ভাগ্যের চাকা খুলেছে দক্ষিণ আফ্রিকার পোশাকশিল্পে জড়িত প্রবাসী বাংলাদেশিদের। নিজস্ব অর্থায়নে ও স্বল্প পরিসরে শুরু করলেও এখন তাদের তৈরি পোশাক ছড়িয়ে পড়ছে দক্ষিণ আফ্রিকার প্রতিটি শহরে।

দেশটিতে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সুনাম ও সফলতার সঙ্গে পোশাকশিল্প পরিচালনা করে আসছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। তাদের মালিকানাধীন কারখানাগুলোতে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির।

বাংলাদেশ সরকারের সুযোগ-সুবিধা পেলে দক্ষিণ আফ্রিকায় পোশাকশিল্পে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন প্রবাসীরা।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত