1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিএনপির সমাবেশে শতাধিক মোবাইল চুরি, ছাড় পেলেন না রুমিন ফারহানাও

বিশেষ প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে অন্তত শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন চুরির মাধ্যমে এই চুরির কাণ্ড শুরু হয়। শনিবার সকাল পর্যন্ত শতাধিক চুরির খবর পাওয়া যায়।

ভুক্তভোগীরা বলছেন, টাউনহল মাঠে ব্যাপক মানুষের সমাগম ছিল। কেউ স্লোগান দিচ্ছেন, কারও হাতে ফেস্টুন ছিল, অনেকেই আবার হাততালি দিচ্ছিলেন। মূলত, এই সুযোগেই মোবাইগুলো চুরি হয়।

বিএনপির কর্মী তুষার বলছেন, অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছিলাম। পরে ছবি তোলার জন্য পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।

আবুল বাশার বলেন, আমার এক হাতে পতাকা আরেক হাতে ফেস্টুন ছিল। কেউ পকেটে হাত দিয়েছে বুঝতে পেরেছিলাম। কিন্তু সেকেন্ডের মধ্যেই পকেটে হাত দিয়ে দেখি মোবাইল গায়েব।

ভুক্তভোগীদের অভিযোগে এরকম শতাধিক মোবাইল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাত থেকেই মোবাইল চুরির ঘটনা শুরু হয়। আজ সমাবেশ শুরুর আগেই এমন অবস্থা।

এর আগে চট্টগ্রাম, বরিশাল, রংপুরসহ বিএনপির প্রায় প্রতিটি বিভাগীয় সমাবেশে মোবাইল চুরির হিড়িক পড়ছিলো। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছিলো, এরা মূলত বিএনপিরই নেতাকর্মী। সমাবেশে এসে ফেরার সময় অর্থসংকটের কারণে তারা সংঘবদ্ধ হয়ে মোবাইল চুরি করে বাড়ি ফেরেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ