1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কাতার বিশ্বকাপে ১০০ মিনিটের ম্যাচে নিয়ে আলোচনা-সমালোচনা

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

আগের বিশ্বকাপে চার-পাঁচ মিনিট ইনজুরি সময় হলে কোচরা সমালোচনার ঝড় তুলতেন। এই বিশ্বকাপে সেই ইনজুরি সময় দশ মিনিট পর্যন্ত ঠেকেছে। কয়েকজন এ নিয়ে কিছু মন্তব্য করলেও ফুটবলপ্রেমীরা ৯০ মিনিটের ম্যাচ ১০০ হওয়া নিয়ে সমালোচনায় মেতেছে।

৯০ মিনিটের বৃত্ত থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি অবশ্য স্বাভাবিকভাবেই দেখছে ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ। ইতালির সাবেক ফুটবলার ও কোচ আলবার্তো জাচ্চরোনি বেশি ইনজুরি সময়কে স্বাভাবিকই দেখছেন,‘এই বিশ্বকাপের ম্যাচগুলোতে পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করা যাচ্ছে। পাশপাশি ভিএআরেও সময় যাচ্ছে। সেইগুলো পুষিয়ে দিতে সাত-আট মিনিট এমনকি দশ মিনিটও দেয়া হচ্ছে। এটা যৌক্তিকই।’

এখন পর্যন্ত বিশ্বকাপে অন্যতম আলোচিত বিষয় ভিএআর। উদ্বোধনী ম্যাচরে দশ মিনিটের মধ্যেই ভিএআরের প্রয়োগ ছিল। প্রায় প্রতি ম্যাচেই এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ভিএআর ফুটবলে অতিরিক্ত ব্যবহার নিয়েও সমালোচনা উঠেছে। এই প্রসঙ্গে নাইজেরিয়ান সাবেক ফুটবলার ও টেকনিক্যাল কমিটির সদস্য সানডে ওলিসনের মত,‘ভিএআরের বিষয়টি কলিনার (রেফারির কমিটির প্রধান)। তিনি এই ব্যাপারে ভালো বলতে পারবেন। তবে আমাদের দৃষ্টিতে ভিএআরের প্রয়োগের মাধ্যমে খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় কোনো পাথর্ক পড়ছে না।’

এখন পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে চমক দেখিয়েছে আফ্রিকা ও এশিয়ার দেশগুলো। আফ্রিকার পাঁচ দেশের পাচ জনই স্বদেশীয় কোচ। এই বিষয়ে নাইজেরিয়ার সাবেক জাতীয় ফুটবলারের মন্তব্য, ‘এটা অবশ্যই ফুটবল উন্নয়নের দিক। আফ্রিকান দেশগুলো তাদের দেশীয় কোচদের দিয়েই উন্নতি করছে। আরেক দিক থেকে বিবেচনা করলে আফ্রিকান কোচদের ইউরোপের শীর্ষ স্তরে কোচিংয়ের সুযোগ পান না। ফলে আফ্রিকায় কোচিংয়ের বিকল্প নেই। দেশগুলো তাদের মহাদেশের কোচদের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।’


সর্বশেষ - জাতীয় সংবাদ