বিনোদন ডেস্ক-
ডিভোর্সের সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। শাকিব আমাকে জোর করে ধর্মান্তরিত করেছে। বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
তিনি বলেন, শাকিবের সিদ্ধান্ত মেনে নিতাম যদি একই ধর্মের হতাম। আমাকে ও জোর করে ধর্মান্তরিত করেছে, বিয়ে করেছে। তাই তার এই অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেব না।
তিনি আরো জানান, এখন পর্যন্ত ডিভোর্সের কোনো চিঠি পাইনি তারপরও বিষয়টি শুনে অবাক হয়েছি। কারণ গত মাসের ২৮ তারিখে সন্তান জয়কে নিয়ে শাকিবের বাসায় গিয়েছি। জয়কে শাকিবের কাছে রেখে দুদিনের জন্য গ্রামের বাড়ি বগুড়া গিয়েছি।
তিনি আরো বলেন, শাকিবের মা, বাবাকে বলেছি আমি নামাজ, রোজা, হজ আদায় করব আর শাকিবের সঙ্গে সুখে সংসার করব। তারাও আমার কথায় সম্মত হয়েছিলেন। এরপর এমন কী ঘটনা ঘটল যে, সে আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল। “
তাহলে কি এবার সংখ্যালঘু নির্যাতনের মামলায় পড়তে পারেন শাকিব খান। নাকি সব কিছুর অবসান ঘটিয়ে মেনে নিবেন স্ত্রী ও পুত্র সন্তানকে।