চালু হলো জাতীয় জরুরি সেবা ‘ট্রিপল নাইন’। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজী ওয়াজেদ জয়।
যে কোনো সময় কোনো মোবাইল বা ল্যান্ড ফোন থেকে ট্রিপল নাইনে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। মোবাইল ফোনে টাকা না থাকলেও, কোনো খরচ ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে। প্রাথমিক পর্যায়ে একসঙ্গে ১২০টি কল রিসিভ করা যাবে।
উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারের সেবা জনগণের দোড়গোরায় পৌঁছে দিতেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ সরকার শুধু আজকের না ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনা করে এবং তা বাস্তবায়নও করে।
উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারের সেবা জনগণের দোড়গোরায় পৌঁছে দিতেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ সরকার শুধু আজকের না ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনা করে এবং তা বাস্তবায়নও করে।