1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সিসিক মেয়র আরিফের বিরুদ্ধে ৭ শতক ভূমি দখলের অভিযোগ

নাজিম আজাদ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

নগরীর মিউনিসিপ্যালিটি মৌজায় মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী লন্ডনি জুনু মিয়া। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জুনু মিয়া বলেন, কোনো ধরনের নোটিশ বা আদালতের রায় ছাড়া ক্ষমতার দাপট দেখিয়ে এই জায়গায় নির্মিত বাসা ভেঙে ৭ শতক ভূমি দখল করা হয়েছে। অতি উৎসাহী এই আচরণ দেশপ্রেমে নিরুৎসাহিত এবং প্রবাসীদের দেশে বিনিয়োগে ভয়ভীতির সঞ্চার করেছে।

এই লন্ডন প্রবাসী বলেন, ৫৩ বছর আগে আদালতের দেওয়া রায়ে ভূমির মালিকানা নিয়ে বিতর্কের অবসান হলেও মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষমতার বলে আমার ও খালাতো ভাইদের বাসাবাড়ি বুলডোজার দিয়ে সন্ত্রাসী কায়দায় উচ্ছেদ করেন। অথচ এ বিষেয়ে কোনো নোটিশ দেননি মেয়র। কিংবা আদালত থেকে উচ্ছেদের কোনো আদেশও দেওয়া হয়নি। মেয়রের অতি উৎসাহী আচরণ এবং নিজে বাদী হয়ে জমির মালিকদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিশেষ কোনো উদ্দেশ্যে বলে মনে করেন জুনু মিয়া।


সর্বশেষ - জাতীয় সংবাদ