1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভারতের হারনাজ সান্ধু হলেন মিস ইউনিভার্স ২০২১

কমলিকা হাসান : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

মিস ইউনিভার্সের ৭০তম আসরের মুকুট উঠেছে ভারতের এক তরুণীর মাথায়। ২০০০ সালে লারা দত্তের পর প্রথমবারের মতো দেশটির হয়ে এই খেতাব অর্জন করলেন ২১ বছর বয়সী হারনাজ সান্ধু।

এবারের মিস ইউনিভার্সের ফাইনাল আসর বসে ইসরায়েলের ইলাত শহরে। সোমবার সেখানে চূড়ান্ত বিজয়ী হিসেবে মুকুট তুলে ধরেন হারনাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্যারাগুয়ে ও সাউথ আফ্রিকার দুই তরুণী।

বিজয়ী হিসেবে হারনাজের নাম ঘোষণা করতেই তিনি আনন্দাশ্রুতে ভেঙে পড়েন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হারনাজের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী মেক্সিকোর আন্দ্রেয়া মেসা।

এর আগে দুইবার মিস ইউনিভার্স পেয়েছে ভারত। ২০০০ সালে লারা দত্তের আগে ১৯৯৪ সালে এই মুকুট পরেন সুস্মিতা সেন। এবার তাদের সঙ্গে নাম বসালেন চন্ডিগরের মেয়ে হারনাজ।


সর্বশেষ - জাতীয় সংবাদ