২০২৩ সালের শুরুতে নতুন সময়সূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এতে সারাদেশে রেল বিপর্যয় কমবে বলে আশা রেলওয়ে কর্মকর্তাদের। যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখেই নতুন সূচি করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, একই অঞ্চলের দু-তিনটা ট্রেন একই দিনে বন্ধ থাকে। নতুন সূচিতে সে বিষয়টি খেয়াল রাখা হবে। তবে সময়সূচিতে নতুন কোনো ট্রেন যুক্ত হচ্ছে না। যাত্রীরা যাতে দ্রুত গন্তব্যে যেতে পারেন, সেটা নজরে রাখা হবে।
তারা বলছেন, নতুন যে ট্রেনগুলো ইতোমধ্যে চালু হয়েছে তা ট্রেনের সূচির মধ্যে সংযুক্ত ছিল না। কিন্তু নতুন সূচির ফলে তা যুক্ত হওয়ার সুযোগ পাবে। ট্রেনের এই সূচির ফলে শিডিউল বিপর্যয় কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, আগামী বছরের শুরুতে রেলের নতুন সময়সূচি আসবে। হয়তো জানুয়ারির ১ তারিখ থেকে এই নতুন সূচিতে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে ওই মাসের মধ্যেই এটার কাজ শেষ হবে।
রেলের নতুন সূচি প্রসঙ্গে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, আমরা আশা করি, রেলওয়ে নতুন এই সূচিতে যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নেয়া হবে।