কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারায় মরক্কো। সেমি নিশ্চিত করায় হাকিমি-জিয়াশদের অভিনন্দন জানিয়ে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন দুই আলজেরিয়ান সেনা সদস্য। ঘটনার জেরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সামরিক বাহিনীর এই দুই সদস্যের ১০ বছরের জেল হতে পারে।
ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে দেখা যায়, আলজেরিয়ান সামরিক ইউনিফর্মে থাকা দুই সৈন্য বলছেন, জয়ের জন্য মরোক্কান ভাইদের অভিনন্দন।
আলজেরিয়ান-মরোক্কানরা ভাই ভাই। ভিডিও নজরে আসলে দুই সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কারণ হিসেবে সামরিক নীতি লঙ্ঘনকে উল্লেখ করেছে আলজেরিয়া। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণেই অভিযুক্ত দুই সেনা সদস্য শাস্তির মুখে পড়তে চলেছেন।